পূর্ব মেদিনীপুরের সেই কিশোর ছেলেটা,
পরাধীনতায় চোখ যার জ্বালিয়েছে সংগ্রাম।
হাসিমুখে প্রাণ দিয়েছে ফাঁসির মঞ্চে,
স্বাধীনতা সংগ্রামী শহীদ মৃত্যুঞ্জয়ী ক্ষুদিরাম।
শাসকের চোখ রাঙানিতে অবাধ্য সে,
মাথানত করেনি বিদ্রোহে কোনোদিন
স্বদেশী বিপ্লবের জ্বলন্ত বহ্নিশিখা!
জাতির শহীদ অমর থাকবে চিরদিন।
শাসকের অন্যায় বাধ্য শেকলে,
যখন সবাই দম আটকে মরে।
অবাধ‍্য ক্ষুদিরামরা  তখন-ই,
জন্ম নেয় এদেশের ঘরে ঘরে।