এইযে তুমি ঘরের ভেতর বুনছো স্বপ্ন কতো,
সারা ঘর ,রাস্তাময় সবটা করছো আলোকিত।
দুনিয়াটাকে আনছো ধরে,ঘরেরই এককোণে,
কতশত জবর খবর কম্পিউটার,টেলিভিশনে।
শতলক্ষ গাড়ি,বাস,ট্রাম,ট্রেন আর এরোপ্লেনে,
কতসুখে দিন কাটছে ঐ লালনীল স্মার্টফোনে।
শতশত ড্রেস, আর কত হরেকরকম ডিজাইন সব,
উন্নত খাদ্য,বহুফসলী বীজ যন্ত্রপাতি সবটা সম্ভব।
অস্ত্রশস্ত্র,চিকিৎসা,ওষুধপত্র আর প্রতিদিন নিয়ে,
খোঁজ নিচ্ছে ভীনগ্রহের,চাঁদ-মঙ্গলে যান পাঠিয়ে।
সাধারণ প্রয়োজন-সব জটিল সমস্যার সমাধান,
"ইঞ্জিনিয়ার"বলে ওদের, দুনিয়ার আসল ভগবান।