বিশ্বকর্মা কাকে বলে? কেমন তাহার রূপ?
লক্ষ টাকার মূর্তি বুঝি! পুরোহিত কেন চুপ?
বিশ্বকর্মা ওরাই যারা কারখানায় রাতদিন।
ওরাই যারা ঘুরে বেড়ায়, গয়না মালা বিহীন।।
বিশ্বকর্মা ওরাই যাদের পোড়ায় ইটভাটা।
ওরা নয় বিশ্বকর্মা?তাহলে ব্যর্থ সব খাটা!
শিল্পায়ন যাদের ওপর সোনার ভিত করে।
বিসর্জন হয় ওদের!! হ্যাঁ, খনি ধসে মরে।
বিশ্বকর্মা লুকিয়ে আছে অন্ধকারের কোনে।
মর্ত্তে পুজো পায়না ওরা, হারায় বিসর্জনে।