বৃষ্টিস্নাত সন্ধ্যা যখন ভুলে যায়,
সূর্যের সোনালী আভার কিরণকে।
ঝড় তখনই আছড়ে পড়ে দুয়ারে,
পথ ভোলা যে কোনো রাস্তায় বাঁকে।
ভয়ঙ্কর ঘটোৎকচের ন্যায় তখন,
গর্জন করে ঘুটঘুটে কালো মেঘের দল।
জানিয়ে দেয় এই জটিল রাত্রিকে,
বজ্রপাত শোনেনা,কোনো পাশার ছল।
যখন শান্ত হয় সেই ঝড়রূপী কুরুক্ষেত্র,
তখন ভেঙে পড়েছে শতাধিক মাটির বাড়িগুলো।
নুইয়ে পড়েছে আম-কাঠাল আর নিমের গাছ,
বনানী হৃদয়-চেরা বুকে জানায় হারিয়েছে চালচুলো।
এই সংগ্রাময়ী ঝড় সম্পূর্ণ ব্যতিক্রমী-ই ,
নতুন করে হবেনা কোনো সবুজের সমারোহ স্থাপন।
কোনো শ্যাম এসে দেখাবেনা কোনো দিশারী,
এই কুরুক্ষেত্রের শেষে হবে নতুন কুরুক্ষেত্রের রোপণ।