পুরাণে মা যশোদা কৃষ্ণের হাতেও বেঁধে দিত রাখী,
মায়ের ভালোবাসা সুতোয় ,ঐশ্বরিক মাখামাখি ।
মুমতাজের রক্ষাকবচ ,থাকতো শাজাহানের হাতে,
স্ত্রীর প্রেম বাঁচিয়ে দিত, জীবন যুদ্ধে শত আঘাতে।
বঙ্গভঙ্গে হিন্দু মুসলিমের আবার হল পুনর্মিলন,
রবীন্দ্রনাথের হাতে, এ দেশে হল রাখীর প্রচলন।
রাখী মানে এ বন্ধন, শুধুমাত্র ভাই বোনের নয়,
ভালোবাসার রক্ষাকবচ, আসুক যতই পরাজয়।
রাখীবন্ধনে,প্রত্যেকে প্রত্যেকের রক্ষার প্রতিশ্রুতি,
যদিও ঘটে ব‍্যতিক্রম,তবুও মিথ্যে নয় এ অনুভূতি।