নোংরা ভোটের রাজনীতিতে,
ভোট বাক্সই সব ।
হাজার প্রশ্নের জবাবে শাসক,
আজও কিন্তু নীরব।
শাসক-বিরোধী ইট পাটকেলে ,
এমনই হবে সখী ,
মূল্যবান ভোট বাক্সও আজ,
লাল রক্তে মাখামাখি।
জনগণ আজ মানুষ নয়,
গুরুত্ব শুধু এক একটা ভোটে।
ভোট বাক্স মাথায় রেখেই,
রাম-রহিম মিলেছে একজোটে।
সবটা যখন হাতের বাইরে,
জনগণের মনে নিশ্চিত হার।
দাঙ্গাই তখন ব্রহ্মাস্ত্র রূপে,
মসনদে জেতায় বারংবার।
ভোটের আগে শান্তি-উন্নয়নের,
ক্রমাগত অজস্র মিথ্যে প্রতিশ্রুতি।
ভোট শেষে সবাই নীরব দর্শক,
শুরু হয় ভৌতিক কমেডির রাজনীতি।