যে কলম মৃত্যু মিছিলে দাঁড়িয়ে,
করতো মৃত্যুর হিসাব।
যে কলম ভীষণ ক্ষুধার্ত পেটে,
করেছে কষ্টের বিভাব।



শাসকের চোখে চোখ রেখে,
আহ্নিক গতির বিপরীতে।
অঙ্কিল ঝলসানো রুটির গদ্য,
ভুখা পেটের  বাটিতে।


কলমের অবাধ্য বিদ্রোহের ঢেউয়ে,
ভাসিয়ে দিয়েছে মাঝদরিয়ায়।
সে কলম হাজার অনিদ্রিত রাতে,
আমায় ভীষণ ভাবে ভাবায়।


সদ্য পোড়া ক্ষতে শব্দ নেই,
নেই কোনো মলম।
যার স্পর্শে শান্তি পেলাম,
তা-ই সুকান্তের কলম।


রক্তের খোঁজে কলম আমার অ্যানিমিয়া আক্রান্ত।
লোহিত কণিকার জোগান দিচ্ছে রক্তাক্ত সুকান্ত।