অধর্ম আর পাপের বিনাশে,
বারেবারে তাঁর আসা এ সংসারে।
বিষ্ণুর আরেক অবতার,
ভগবান কৃষ্ণ হয়ে এল দ্রাপরে।


এমন দিনে বনমালীর আবির্ভাব,
গৌরগোপাল কত সহস্র রূপে সাজে।
ঘরে ঘরে আজ শঙ্খের সুরে,
আজ যেন সত্যি "শ‍্যামের ও বাঁশি বাজে"।


শত বিপত্তি আসে যখন,
জীবন পায়না কোনো পথ।
দিশারী শ্রীকৃষ্ণ স্বয়ং তখন,
নিয়ে আসে তাঁর স্বর্ণরথ।


সবেতেই থাকেন তিনি,
গোবিন্দ শোনায়  প্রেমের গান।
ভালোবাসার মন্ত্রেই শুধু,
রক্ষা করে সবার মৃতপ্রায় প্রাণ।