হে জীবন তুমি প্রতিদিন আসো নিত্য নতুন সাজে;মন ছুটে যায়  কোন সূদুর অতীতে  
অপার ভাবনার বিরামহীন নিরাময়ে
আমিওতো শান্তি চাই।
শৈশব কাল ভালই ছিল বুঝিনি যাত্রাপথ
আরোও নির্মল ছিল  কৈশোরের কাল, যথেষ্ট উদ্দামে সর্গবাস হয়েছে অনেক,


মন আজ টানে আয় আয় বলে....
অন্তিম শ্বাস এমনি একদিন হিসেব মিলাবে উত্তম অধমের,জীবনের ভাষায় জীবনেরে  ভারী গৌণ মনে হয়...দীর্ঘজীবী হওয়াও সহজ না,মন মন্দিরে যা টানে;একদিন না একদিন আর কিছু চাইবো না।