হে প্রভু আমি তোমার বিচিত্রিতা  নিয়ে বড্ড ভাবি।পৃথিবী জুড়া জলসানো আর প্রভায় প্রবায়
আমি আমাকে চিনে যাই।


প্রতিটি মানুষ অপূর্ব অদ্বিতীয়
অসাধারণ, অসাধারণ জীবনশৈলী অসাধরণ   জীবনপথ, আমি দৃশ্যমান ভিতকার রূপ স্পষ্ট পাই।


নৈসর্গ নিষ্ঠুর কী না জানি না
আমি মহিমান্বিত শিল্পিকে প্রনাম জানাই
কী নিপুণ হস্তে নিগূঢ়  রহস্যে ফুটন্তপুস্পের ক্ষনিক শুভায় পৃথিবীকে মঙ্গলময় করেছ।


জীবনের কোন আয়োজনে
কোন অসংলগ্নবোধে -মানবীয় আনাগোনায়
আমি বরং বিস্মৃত হই,ভিতকার সুবিস্তীর্ণ বিন্যস্ত নিরোপমাময় নির্মান নিয়ে।


এই পৃথিবীতে  আমারও আছে
মা ভাই বোনে বেড়ে ওঠা পরিবার....
.একটু স্বস্তি একটু স্বপ্ন......
আমিতো আর কিছু চাই না  ।।
৷  আবুল কাসিম