হে খোদা হে মহা মহিয়ান
তোমার মতো যে আর কেহ নাই
দিবস নিশি তোমাকে জানি......
তোমাকে ডাকি


পৃথিবীর  সব সম্পর্ক বিলীন হয় সময়ে
আপন আপন, আপন সর্বময় তুমি
তোমার মহিমা হতে কে পারে দূরে যেতে
ভবিষ্যের বাণী রেখেছ পবিত্র  ঙ্ঘানসম্ভারে


তুমি সমাদর করো ভালোবাসো সবারে
ভেদ বিবাদে শূন্য জগৎ  অসীম রাজভান্ডারে
তোমার শুকুর আদায় করতে নাই আমার ভাষা
শত রহস্যে মাঝে তোমার করুনা রূপ হেরি
স্রোতস্বিনীর উপমায় জীবন চলেছে
আলো আধারি আঁকাবাকা পথে....
জীবন পথে.... মরন পারে.. মরন পরে...
তুমি  ঠাই দিও।