তুমিতো বড় একলা আকাশ,তবু
নিজের মতোই বিরাজ করো |
তোমার বুকে ভেসে বেরায় যারা
আলো আঁধার নিয়ে
চঞ্চলতায় ছুটে বেরায়
এদিক ওদিক ধেয়ে,
তাদের দিয়েছো কত ভালবাসা
রেখেছো আপন করে|


কতবার কেঁপেছে তোমার বুকের পাঁজরগুলো
শব্দের গরজনে,
ঝড়ের আঘাত সয়ে সয়ে
তড়িতের তাপে ক্ষয়ে ক্ষয়ে
পুরেছে তোমার হৃদয়,প্রতিক্ষণে|
তবুও তাদের দিয়েেছো ভরসা
রেখেছো আদর করে,
শূণ্যে তারা রয়েছে সুখে যৌথ পরিবারে|


নীল সাদা মেঘ এঁকে যায়
রঙের ভেলা ভেসে যায়
পাহাড়,নদী,ধূ ধূ প্রান্তর
কতো না ছবি তোমার খাতায়
তোমায় দেখে যুগ যুগ ধরে
লিখেছে কবি কবিতার পাতায়|


তুমি কি কেবল দেবার জন্য এসেছো!
নেবার জন্য নেই কি কিছু
এই পৃথিবী থেকে ! তবে
আমায় তো দিতে পারো
বিশালতার এক টুকরো
তোমার হৃদয় ভাণ্ডার হোতে|
সবুজ পৃথিিবীর রঙিন চিত্রগুলো
রাখবো সাজিয়ে
আমার এই ছোট্ট আঙিনাতে|


আমিও বড় একলা আকাশ,এই পৃথিবীতে,
ঠিক তোমারই মতো |
তুমি যে বিশাল, নিরাকার
অফুরন্ত,সীমাহীন,
আর আমি!
আমি তো অতি ক্ষুদ্র
বেড়াজালে ঘেরা,নগণ্য,ক্ষীণ
এক অসহায় অনাহুত |