বীজ থেকে অংকুর,আর
অংকুর থেকে ভুমিষ্ট হোতে না হোতেই
তোমার বাড়িয়ে থাকা হাত
মৃদু আঘাত করে আমার বন্ধ দরজায় |


সময়ের  অপেক্ষা  করতে করতে
ধমনীর প্রবাহ বেয়ে একদিন
নিঃশব্দে প্রবেশ করো তুমি |
ইন্দ্রিয়ের পাখনাগুলো সব,তোমার
নমনীয় কান্ডের অজস্র ডাল পালায়
কঠিনভাবে সযত্নে থাকে নিয়ন্ত্রিত |
সেই বেড়াজালের ফাঁকে ফাঁকে
জড়তা ও গতিশীলতা মিশে
জন্ম হয় এক স্বত্বার |


আমার ভিতরে চলে
তোমার অদ্ভুত এক তাণ্ডবলীলা |
কখনও জন্ম নেয় ক্রোধ,হিংস্রতা,
কখনও বা আবেগ, আনন্দ,ভালোবাসা,
আর কখনও বা---এক গভীর শূন্যতা |