আমার জানার তরী যায় যে ভেসে
অজানা সাগরে,
নদীর শ্রোতে নেই যে টান
বসে রয় শুধু ফিরে পেতে প্রাণ
বানের জোয়ারে|


আমি বুঝতে চাই তারে
যত কিছু আছে ছড়িয়ে
ঘরের চারিধারে,না বোঝাকে ঘিরে,
শুনতে চাই, চাপা পড়ে থাকা
কান্নার ঝড়ে কতকাল ধরে, আছে ঢাকা
অবহেলায় নিয়েছে বিদায়
না শোনা কত সুরে|


নতুন তারে বাঁধতে চাই যে তাদের
রঙের তুলিতে আঁকতে চাই
নতুন ক্যানভাস,লিখে যেতে
হারানো সুরের নতুন স্বরলিপী,
দেখতে পাই নতুন পৃথিবী
শষ্য,শ্যামলা,সবুজে ঘেরা
দোয়েল, কোয়েল, বুলবুলির
সেথায় ঘোরাফেরা |


ছোটো ছোটো আশা
ছোটো ছোটো প্রাণের কোলে
বুক বেঁধে রয় কত ভালবাসা
চাঁদের পড়ি নীরবে হাসে
হৃদয় অন্তরালে |