কতো কথা ছিলো বলার মতো,
পায়নি খুঁজে যারে আজও,
নিশিদিন বাজে সে সুর অন্তরের সুরালোকে
ভেসে বেরায় শিউলি,চামেলি,বনলতার ফাঁকে ফাঁকে |


যতো ব‌্যথা যতো কথা বারে বারে হায়,
রয়ে রয়ে সয়েছে আঘাত শুধু সেই অসহায় ;
তবু সে বয়ে বেরায় বেদনার সুর
হয়তো বা সারা দেবে সেই সুর শুনে,
অপেক্ষা লয়ে ভাবে প্রহর গুনে |


ক্ষয়ে ক্ষয়ে খসে গেছে কতো তারা
কে জানে, হৃদয় ভুবন হোতে,
ভেসে ওঠে ঘুম ঘোরে স্মৃতির আলো্
ব্যথার পাহার বেয়ে অশ্রূ ঝরাতে |