যেদিন হারাবো তোমায় আমার জীবন থেকে
বিদায় নেবে তুমি আমার কন্ঠ হোতে
হারিয়ে যাবে গানের ভাষা,ফুরিয়ে যাবে বাঁচার আশা
শান্ত হবে মন শুধু এই ভেবে------
আনন্দ মুকুল ফোটাতে হৃদয়ে এতদিন ছিলে
হারিয়ে যাইনি কঠিন স্রোতে,দুখে,বিরহে,
না ঝরা অশ্রুতে,কভু না ভুলে |


এধারে ওধারে ঘুরেছি কতো, খুজেঁছি নিজেরে
নিজেরই মাঝে ক্ষয়ে ক্ষয়ে শুধু হোয়েছি পরাভূত,
তবুও হয়নি ক্লান্ত, পরেনি ভেঙ্গে এই অনাহূত |


সেদিনও দিয়েছিলে সাথ তুমি আমার সাথে
সুরেরই স্রোতে রেখেছিলে টেনে তারার আলো জ্বেলে
সুর-মূর্ছনা দিয়ে ভাসিয়েছিলে রেখেছিলে জীবন গানে |


জগতের ঘূর্ণিপাকে উথলি ঢেউ ঝাঁকে ঝাঁকে
কতো না ধেয়ে আসে,ফিরে ফিরে যায়,
রেখে যায় শান্ত নীবির তীরে তারই প্রমান,
তেমনই একদিন জীবন হোতে
চাঁদের কোমল কিরণ, তারার মিটিমিটি হাসি
নিঃশব্দে নেবে বিদায়,সকল আশার হবে অবসান |