অপেক্ষাকে মুহূর্তে ভাঙতে থাকি
উপেক্ষাকে দরজার বাইরের চেয়ারে আপ্যায়ন
এঁটো কাপের লাইন বেসিনের ঝুলে
যার জন্য ছিলো প্রতিটি চুমুকের অপেক্ষা
সে তো দূর শহরের ফোকাসের মূলে।
পা'য়ে সর্ষে,দুইহাতে ফুলের স্তবক
কিন্তু সত্যি হলো সে যতোই নির্দয় হোক
জ্বালিয়ে মারতে রোজ স্বপ্নে আসে
এঁটো কাপের সংখ্যা বাড়ে
বড়ো হয় নাম তার অনন্ত একুশে।