কার্নিশে নীল ফুলগাছ
পুরনো সিঁড়ির মতো ঘোরানো পেঁচানো।
মায়াবী একটা বাড়ি
রোদ্দুরে খেলা করে ছোটো ছোটো ফুলবড়ি নিয়ে
ভাব ভাব, আড়ি আড়ি।
কপাট গুনিনি কোনোদিন
ওখানেই ভালোবাসা থাকে
মায়াবী শরীরে বাঁচে স্পর্শ পেলেই
দু'হাত বাড়িয়ে কাছে ডাকে।
রূপালী রাংতা মোড়া রংবাজ চাঁদ
মুঠো মুঠো সেঁকো বিষ ঢালে।
নীল লতা ভিজে যাবে মেঘের জলে
পাতায় পাতায়,ডালে ডালে।
ভারী অদ্ভূত ভাবে পড়শীনি লতা
আধোভেজা চুম্বন চায়
চলতি পথের বাঁকে পাতাগুলো নুয়ে এসে আদর জানায়।
অভিমানী অপরাজিতা, এতো কেন কুঁকড়ে রয়েছো?
পরাজিত তুমি নও,তুমি তো বিজিতা
শিশুবেলা যা যা ঘটে গেছে তার বিষ আজও বয়েছো?