একদিন আর দেখাবোনা মুখ
সুখটুকু নিদ্রায় রেখে, দেবো পাড়ি
ঘুম গাড়ি ঝিক্ ঝিক্ ঝিক্ কুউউ --
ভালোবেসে ছানাপোনা নিয়ে ঘরময় বাস্তুঘুঘু
দেয়ালে পাল্লা দিয়ে ছুট দেবে টিকটিকি,মিনিটের কাঁটা
চাদর উড়িয়ে দিয়ে উদোম ল্যাংটা বিছানাটা
মুখ দেখাবোনা আর
'বিদায়' শব্দটা রেখে যাবো
সেটুকুই উপসম প্রাত্যহিক সব যন্ত্রণার
পাঁচিলের কাক,রঙ্গনের বুলবুলি,পেয়ারা গাছের টিয়ে
একসুরে বলবে 'বিদায়' এতোদিন শিখিয়েছি যত্ন নিয়ে।
কোণার দেয়ালে রাখা তানপুরা
হঠাৎ উঠবে বেজে
দমকা হাওয়ায় বোগেনভিলিয়া তার পাপড়ি উড়িয়ে দেবে আমাদের সোহাগের ছবির তলায়
সামনের বাঁকা পথে,দুইপাশে কণ্টিকারী ঝোপে
কেউ এসে ফিসফিস বলে যাবে
"আসবে আবার? নিশ্চুপে?"
আসলে ইচ্ছে করে শব্দটা লুকিয়েছি ওদের থেকে
পাছে বাঁকা পথ সোজা হয়ে শর্টকাট করে তোমাকেও বলে বসে,
"কখনো এসোনা এই পথে
শান্তিতে চলে গেছে যে,
প্রয়োজন নেই তার মিছে ছলনার।
কেউ কেউ আজীবন ভালোবেসে অশ্রুজল পোষে।"