সবটা বদলে দিলে মানে
আমি,তুমি আরও সবকিছু
ছারখার সেজেগুজে বসে
এই তুমি অফুরান হবে?
অনন্ত ঘাঁটব তোমায়
আমিটা ফুরিয়ে যাবে রোজ
অবিরাম রমণ প্রয়াসে?
মরে যেতে থাকি এলোমেলো
আজীবন তোমার বিরহে
আমাকে মারতে পারো
বাকীটা যেটুকু আছে বোবা
সহজে বিদায় দিয়ে গেলো।
বারণ করিনি তাকে
দূয়ারও ধরিনি আঁকড়ে
অতিদূর যবনিকা স্মরণিকা
এনে দিতে পারে
তুমি যদি ছড়িয়ে বিশাল হও
আমি তবে অতিক্ষুদ্র ভারে।
হাওয়া এসে কুঁচি ধরে টানে
সবটা বদলে গেছে মানে।