বিগত সব মিথ্যে ছিলো
নষ্ট প্রেম আর নষ্ট সময়
রক্ত কেবল বুঝিয়ে দিলো
নুনের ছিঁটে ক্ষতর তো নয়
ঘামের নুনেও স্বপ্ন বাঁচে
সেলাই ফোঁড়ে কুঁড়েও ঘর
কিন্তু ঝুটো কথার ফাঁসে
পানকৌড়ির জল দোসর
তুমিও জানো,আমিও জানি
জীবন কেবল ছক্কা পুটে
জিভের খেলায় হারজিত
ওল্টানো জিভ হরিরলুটে।
তবুও কেন কাছে আসি
ডাক দিচ্ছি পাগলপারা
আসল কথা বোবাও বলে
শরীর দিলে কড়া নাড়া
অজুহাতের পাহাড় আছে
তার ওপরে মৃত্যুবান
ঝুটো সময় নাভি গলে
কখন যেন হড়পা-বান
নাও বলেছো,যখন নিলাম
আজীবনের দরকষা
খেয়াল যখন তালার দখল
চাবির বরাত শনির দশা।