চোখের তো ঠোঁট নাই
তবুও সে ভালোবাসা চাটে
লজ্জার মাথা খেয়ে বুজে ফেলে পাতা
ঘেন্নায় কুঁচকায়,অপেক্ষা পাতে কপাটে।
চোখের তো কান নাই
চোখ তবু শোনে চুপকথা
চোখ থেকে চোখে নদী বয়
চোখ গেলো পাখি উড়ে ছড়ায় বার্তা।
নাক নাই ও চোখের তবু
সুবাসিত সব তার জানা
ভ্রু-যুগল সঙ্গী পেলেই
আঁকা চোখ সাজে ইকেবানা।