দেয়াসিনি
~~অদিতি চক্রবর্তী


বলেছিলে জল ছোঁবেনা তুমি
সালতামামির নিষেধ হাজার কেউতো শুনুক-
বিপদসীমায় বহতা জলের জোয়ার
কেমন উদাস এক বিকেলে
জানলার কোন চৌখুপিতে চাঁদ রেখেছে মৃত্যুপাচার!
খামখেয়ালী ইচ্ছেগুলি হাঁটিয়ে মারে
শাল সেগুনের গভীর থেকে গাভীর স্বরে
অন্ধ ছিলে,সেই ছিল তো ভালো
কষ্টিকালো ঘুমপাড়ানি চোখের আপোষ
জলের ওপর মুখোশ জলসাঘর
ফাঁকি রয়ে গেল সেই থেকে বরাবর।
হাতের চেটোয় ভাগ্যরেখা  পিছল সিঁড়ি
চিবুক তিলে ঢাকা পরেছে হৃদয় ক্ষত
ইচ্ছেমাফিক আদিম হয়েছ যত
ততবারই জিভ চেটে পেয়েছে কিন্নরী।
বলো, কিই বা যায় আসে যদি চারপাশে
অভ্যাসে বেঁচে থাকাই রপ্ত প্রতিদিন-
কিস্তিমাতের সাতসতেরো সম্ভাবনা
না ঘনালো মেঘ না ভেজালো দৃষ্টি আঙিনা
কোজাগরী তোমাকে প্রসিদ্ধ করে রাতের পর রাত
এক লক্ষ চড়ুই খেলে যৌথ বনিবনায়
আর কিভাবেই বা জানাতে পারতো বিদায়-
দেয়াসিনি, ওগো ! তুমি মণিহারী ...
আমি বিবর্ণ দেহাত ।