গল্প
Aditi Chakraborty


জীবনটা এক গল্প যখন
কাঁটাতারের বেড়ার ফাঁস
ফুল ফুটবেই মাঝমাঠে তার
মরশুমি বা অমলতাস।
হতচ্ছাড়া,মুখপুড়িরা
সুর বদলায় অনর্গল
স্বরলিপিই কেবল জানে
কড়ি মা'তে বাজবে মাদল।
আকাঙ্খাকে সামলে রাখে
আ্যালপাইনের সবুজ সুখ
রক্তঘামের মর্মকথা
যেমন পোষে ফোঁড়ার মুখ।
মুঠোর ভেতর ঠান্ডা লড়াই
লড়ছে দেখি গরম নাক
গল্প গরু মুড়িয়ে খেলো
পাকা গমের হলদে শাক।
মধ্যিখানে সাদাকালো
আলপনাতে পাঠককুল
ফুটতে গিয়েও বোঁটা খসায়
ডালিম ফুলের ঝুমকো দুল।
ঝুলছে খানিক,ছুটছে কিছু
আকাশনীলে ইচ্ছেঘর
শীতের গায়ে ভ্রমণকথার
গল্প বোনে পশম জ্বর।