সময়ের খানিকটা ওভাবেই স্হির হয়ে যাক
ওষ্ঠের কথাভার কিছু তার অস্ফুট থাক।
মাঠখেলা ধুলোবালি চোরাস্রোতে গৃহস্থালি
স্মৃতিপাখা মেলে দিলে রোদ্দুরে চাঁদের থালি
এখনো জীবন যা অকারণ দেখাচ্ছে বেশ
ভাঁজ খুলে দেখি তাতে একরোখা ধূলির আদেশ
শীত এলে গায়ে ফেলা পলাশের মৃত কারুকাজ
হাটখোলা বলে দেয় সঙ সেজে বসন্ত আজ
একদিন খিদে ছিলো কঙ্কালে দেনাসঙ্কুল
দেখা হবে মনে করে মনসাও এনেছে মুকুল
এরপর ধীরে ধীরে সময়টা মারমুখী হয়
ঢাকা পরে মেয়েবেলা একছুটে ধরার অজয়।
আজকের মতিভ্রম ফেলে দিও চায়ের খুরি
পিকাসোর ক্যানভাসে পরিযায়ী জখমি ঘুড়ি।