ফেরত চেয়েছি কিছু?
হেরেছি তো বহুবার
গুনেছিস তুই এক,দুই তিন
এইখানে ঝাঁপি নেই  লক্ষ্মীকড়ি লুকোবার।


চেনারা ফুরিয়ে যায়
চাঁদসাদা ভয়
একা একা ঢাকনাটা পড়ে থাকে
সব আশার শেষপাতে অতিকায় নিরাশার জয়।


আসল খেলাটা এরপর
অযত্নের উঠোন ফেটে ঘাস
তুই কি কোটর দিবি?
তাড়া নেই,সময় নিয়ে তারপরে তাকাস।


কিহবে দেখিয়ে
শুধুমুুধু থাকাটাই থাক
অকরবকর জুড়ে একার মালিক
কপালে টিপের নীচে থ্যাবড়ানো নাক।


কলসী ডুবতে চাস
টুপটাপ টাপটুপ?
নিটোল তাকিয়ে দেখি জারুলের গায়ে
ব্যথা মরে লেগে আছে চুপ।