লাল ভূতুয়া পা দুলিয়ে বসে আছে তালগাছে
শাকচুন্নির দুই কানে তেঁতুলবিচির দুল নাচে
মামদো ভূতের ছানাগুলি গোল পাকালো তাল নিয়ে
কোন তালে পা ঠিক পড়েনি তালেবরের ছাঁচ দিয়ে।
বেহ্মদত্যি মুচকি হাসেন শুটকি পোড়া দুই গালে
শাকচুন্নির নাকের আগায় লাল জমেছে টকঝালে
বলবো কি ভাই পাশের পাড়ায় লুল্লুভূতের তল্লাটে
পেত্নীগুলো ইলিশ রেঁধে সুখ দিচ্ছে নীল খাটে
ভূতের খোকা,ভূতের খুকু, অনেক হলো শুনছো ভাই
মানুষ মরে ভূত হয়েছে তাল বেতালে জবাব নাই
তার'চে বরং টিক্কি নাচাও টগরফুলে আজ থেকে
ঢাকের কাঠি তালটি ঠুকুক, গাছও খালি তাল পেকে।