হালকা হয়ে আসছে চুমুর গন্ধ
গণিকা বিকেলে পিছলে যাচ্ছে শরীর খসা আলো
দেঁতো টেবিলের আড়াআড়ি বধ্যভূমিতে সুগন্ধি আতরের ফুলে ওঠা যৌবন
আততায়ী প্রেম জিভ ভেঙে বেরুতে চেয়ে মরা মুরগির মাস্তুলে ঝুলে আছে
বহুবার ফোকাস করতে চেয়েও হাসির ফোয়ারা রুলটানা খাতার মতো
এঁটো গলি পেরিয়ে চলেছে একটানা গিটারের সুর
তেরছা আলোর দাপুটে নৃত্যে অজগরের মুখগুলি আলাদা করা যায়না।
সহস্র ফাটল জানিয়েছিলো ভালোবাসার গল্প
ছায়ারা কিন্তু আটকে ছিলো রাজা আর নন্দিনীর সংলাপে
বরং আগামী সন্ধ্যায় লিখব একটা প্রেমের কবিতা
মাথাভোঁতা ছুরির নষ্টামিকে অনেকদিন পর বেশ টের পাচ্ছি।
ইচ্ছেমতো পাল্টে নিও উত্তর থেকে দক্ষিণের মনোক্রোম
অথবা হোয়াইটনার বুলিয়ে নিওলিথিক।