এখন বুঝি ছলনা কোথায় আছে
স্বামী এবং প্রাক্তনী দুই'ই আমার কাছে
আরো আছে অযোগ্য এক অনভিজ্ঞ লুডো
ছক্কা চালতে পুঁট ফেলে দেয় 'শিরোমণি ঠুঁটো'
নিজেই তখন পাখি হলাম দক্ষিণা বাতাসে
চমকপ্রদ উড়ান ডানায় প্রবল টিয়ার গ্যাসে
মাঠ পাল্টে বোহেমিয়ান এরিনাতে ঘোরা
ফুচকাজলে স্নান সারলেও চোখ কোনে মস্করা
আবাসনের বাসন যেমন সম্পর্কিত দাস
ঠিক তেমনি তুক করেছি তাক করতে তাস
খুব চেয়েছি তুলকালাম হোক খুদের শালপাতায়
রাত ক্রমশ পিছলে যেতেই মঁসিয়ে বদান্যতায়।