আমাকে সুস্থ মানুষের মতো দেখতে?
চোখের মণি স্হির,আলুথালু মন
সবসময় যাইযাই ভাব।
আসলে ঠিক তক্ষুনি আমাকে কবিতায় পেয়েছে
অনেকের শুনি খিদে পায়,প্রেম পায়,শরীর পায়
আমার আঙুলে ভর করে মাদকতা
আমার অসুখের বড়ি হারিয়ে যায়
আমার ব্যথারা দিগবিজয়ী হা রে রে রে
লোকজন ফিসফিস করে
লোকজন এড়িয়ে চলে
একটা নেতানো মানুষ তখন হাত পা না ছুঁড়েও নিত্যানন্দ।
কবিতা? নাকি অব্যক্ত কষ্ট?
নাকি নষ্ট সময়ের জাবরকাটা চর্বিতচর্বন!
যাইহোক,সে বেগ মুক্ত হলেই আবার গৌরহরি
আবার একটা অদিতি
আবার একটা মিস্টার বিন।