নেকড়েরা বাগানেই আছে
চক্রব্যূহ গিলেছে সময়
অথচ উপায় নেই
অথচ বুঝতে পারি হেনস্হাগুলো
মুক্তিতে বিশ্বাস রাখিনা জাগৃতি চাই
লিপিবদ্ধ অবমাননার ইতিহাস
আরও এতোটুকু বল পেলে তোমার কাছে যাওয়া
তোমার জন্য সংগ্রহ
থমকে যাবোনা আর বলার তাগিদে
হারিয়ে যাবোনা শেষটুকু শেষ করে দিতে
কতদূরে তুমি খঞ্জনা পাখি?
লোকসান হতে হতে নারী
চিতাকাঠে মাখালে কস্তুরী!
কোত্থাও ভুল কিছু নাই?
আমরা ছড়াতে চাই
ছাড়াতে চাই অপরূপ মিথ্যা রটনা
সু-চেনা স্বাক্ষর বলে গেলো খঞ্জনা নাচে
নেকড়েরা বাগানেই আছে।