বৃষ্টি ভিজে যাচ্ছিল নীল শাড়ি
কালো ছাতার উদাস ছিল মন
আকাশ কেঁপে মুষল বারিধারায়
বরষার মাস আনল চৈতী লগন।
জল বাইল চিবুক হয়ে চুল
ঝিল ছাইল জলের দরে ফুল
খিলখিলিয়ে শাড়িও ভিজে কাপড়
দিলখোলা প্রেম নরম ঠোঁটের উপর।
এক মুঠো মেঘ বিস্টি থেকে বরষা
এক মুঠো চুল খোলা পিঠের ভরসা
নীল শাড়ি নেচে যায় ছাতাও ঘোরে
ঘনঘোর বর্ষায়ও প্রবল জ্বরে
ছাতাতে শাড়িতে হাঁটাপথ চেকমেট
আরেকটা বাঁক নিলে কলেজের গেট
হঠাৎ হাজির ছায়াছায়া মাথা চার
শাড়ি টেনে খুলে ছাতা ভেঙে একাকার
নীল শাড়ি ধীরে ধীরে লাল পরী রানি
কালো ছাতার দুটি হাত হলো রাহাজানি
ওই রাস্তার পথিকেরা আজও শোনে
নীল শাড়ি,কালো ছাতা সাদা মেঘ গোণে।