কেবল একটি থাকা ধার নিতে হবে পোহাবার লগ্ন ডিঙিয়ে
এইটা বুঝতে এতো দেরী?
সব আগলানো আগ্রাস ছাড়খার করে আসতে পারোনা?
আশ্রিত ছায়া সরে গেলে তড়িঘড়ি গলবে পাঁচিল?
আগাছার মাঝে থাকা টুঁইফুল
যেই পথে থাকে,তাই দেবো নিবেদনে।
এরপরও ঘন্টারা বেজে যাবে জোশে।
প্রহর কাটবে কোলাকুলি খেলবার
আয়নার আড়ালের কপাল দোষে।
জানলেনা কেন এতো ছাই
কেন এতো নিজেকে পোড়াই
কোনো এক অতিভোরে টুকি দিয়ে যেও
উষ্ণ শ্বাস ফেলে ঘামানো হাতে
না-পাওয়া,না-ঘটা আর হারানোর দাঁত মারেনা কামড়
চেনা বা অচেনা বিহারে
অবাঙমানসগোচর।