শেষপর্যন্ত তুকতাক?
গ্রহের ফের কাটাতে মন্ত্র,জ্যোতিষ,
মাদুলির বিশ্বাসী লোভ!
ছুঁড়ে দিলে ঝাঁটা,চামড়,
চার আঙুলের ম্যাজিকের
পেশাদারী ঘরোয়াসুলভ।
আর্তনাদের সাথে তাল মিলিয়ে
লেবু,লঙ্কার একরকম শ্মশানঘাট
যাতে বেপাড়ায় গিয়ে ওঠে আবলুশী কলঙ্কভার।
ভাঙা বেড়া গলে একেবারে মুক্তবাজার
একদিন তুমিই খুলেছিলে পদ্মপাপড়ি,
শঙ্খ আর সন্তুর খুব সাবধানে
একসাথে বেজেছিলো
আজ পদ্মকোশ নেই
আছে বিয়াল্লিশ সেলাইয়ের সান্ত্বনা
মরচে জমিয়েছে সন্তুর
ওগো বংশীবদন--
চলে গেলে আর মারবেনা?
যদি পরজন্মে একাধিক হই!
কিন্তু তুমি খোকারোদ লুকাবে কোথায়?