পালক প্রসঙ্গ
অদিতি চক্রবর্তী
---------------
পুরোনো ডায়েরির পাতা ওল্টাতেই
হাতে এলো সাদা পালক
কোনো শোক বা প্রলাপ
স্বীকারোক্তি নেই ওটিতে
একুশ বছর ধরে বিদায় জানাবার দায়ে ঘুমন্ত ।


আমি কিন্তু আজো তুমিময়
সুকান্ত ...


সেদিনের সেই সন্দেহ বিষ, বিশেষ প্রশ্নের ঝাপট আরক্ত ঠোঁটের জীঘাংসা ভেঙেছিল জীবনের সাঁকো ।
স্বপ্নদুয়ার আজ ও রেখেছি খুলে
তুমি অনুসারে নিজস্বতায়
যদি আবারো ডাকো।
ফলন্ত ইচ্ছারা ছোটে রূপকথা তট ছুঁয়ে
দূর থেকে মিছিলের ফাঁক বেয়ে তোমায় চেটে খাই
হাপুস-হুপুস আমার বরাদ্দ নাই
এক আমরণ যজ্ঞ বরণে
হোমটুকু পাখির পালকে রেখেছি যত্ন ভরে
জানি, তোমার প্রেম আমার জন্য বাড়ন্ত


ডায়েরি পাতার ওমে ঘুমাও
আমার পালকধারী  সুকান্ত।
Aditi Chakraborty