ঝিলের শালুকে রণপা-এ হাঁটে প্রেম
প্রেম শীতের সকালে নরম হলুদ চায়
চাওয়ার পানসি উল্লাসে কাম গেলে
গিলে উগরায় কমলা ঠোঁটের খোসায়।
খোসা তাপ বাঁধে বীজের রুক্ষ বুকে
বুকে জড়ো হয় যত্নে কিছুটা 'তা'
তা' -এ ক্রমাগত রসের ঘণিয়ে ওঠা
ওঠে ইকিরমিকিরে হাটখোলা কথকতা।
কথকতা খেলে কাছ থেকে আরো দূরে
দূর মানে তো অশ্রুফোঁটা ঘর
ঘর হেঁটে যায় চৈতী গাছের ডাল
ডালে চাঁদ উঁকি দগ্ধ বুকের ওপর।
ওপর পাতা টি নেহর জমায় রাতে
রাত বাড়তেই অভ্যাসে কাছাকাছি
কাছাকাছি ক্ষণ আনি মানি জানি না
না এর পসারে ইদানিং বেঁচে আছি।