প্রিয়তম, চলে এসো আজ থেকে
একে অপরের বারান্দা হয়ে যাই ।
রসবতী কবুতরে, চিক এর পর্দা অহং -
কিছু শব্দ তুলি শিশু হাতে ।
দু 'ফোঁটা পরম দেবে উপোসী পাতে ?
প্রিয়তম,আঙুল ছোঁয়াও,স্বাদনাও জিভে ,
চুষে নাও সেঁকো বিষ
তিতকুটে ছাতিমের নেশা,
ও পাড়ার করবীর বেশী কিছু ?
সাদা শাড়ি ঘেরে পরিযায়ী ভালোবাসা
কেন পিছু ছাড়েনা আমার ?
প্রিয়তম, শ্রী -ডুবুরি নেমে এলে চারিদিকে
তোমার উষ্ণতা ঘণায় পায়ের শুন্যতা ঘিরে
নিয়মে, আচারে, সমাজের পেঁচানো সিঁড়ি ,
অধরের কারসাজি মেনে তুলে রাখা
গোপন দেরাজেতাই আজ উলুখড়
সিরাজেরমতো চুঁইয়ে নামে ঘাম
প্রিয়তম, এসো , হাত রাখো শরীরের ভাঁজে ।