প্রিয়সখা তুই আগুন হয়ে থাকিস
জাগিয়ে ধোঁয়ার কুণ্ডলী জমকালো
ধমণী,স্নায়ু সবার অন্তরালে
আগুনে-ধোঁয়াতে গ্রহণ জমবে ভালো।
আগুন আমার স্তব্ধ প্রদীপ শিখা
আয়না নেমে বিভাবরীর দেশে
চিনবে আমার অভিজ্ঞ দুই চোখ
ক্লান্ত আমার শরীরী আবেশে ভেসে।
ঠোঁটের কোণায় জমিয়ে রেখেছি গল্প
দমকা হাওয়ায় উজাড় করেছি গান
আসবি ভেবে মণিকাঞ্চন ভোরে
মায়াবী আলোয় সাজিয়েছি উদ্যান।
তোকে ঘিরেই নিয়মে গলতে থাকি
তবু তোকে চাই আগুন আমার আগুন
অন্য কোনও আদর ছোঁওয়ার আগেই
পরিধিতে তোর জ্বালিয়ে করিস খুন।