নিজেকেই খুঁড়ে চলি কোদাল চালাই
আড়ে ও বহরে মাপি এপিঠ ওপিঠ
হাজার হাজার হাত গভীর মুলুকে
দগদগে বুটি নিয়ে হাঁটি শুককীট।
ভুল নামে ডাকি সেই প্রিয় চেনাজন
অনুযোগহীন হেসে তবু সে দাঁড়ায়
মিস্টি কথার ছলে বাড়ায় দু'হাত
টুকি বলে ফের ঢুকি চেনা ইঁদারায়।
অসুখের ডাকনাম বৃষ্টি স্তবক
মত্ত আমাকে নিয়ে আমরা কি কেউ?
চটুল কাদার কোলে ঘুম ঘুম আলো
শিথিল শরীরটাকে খেয়ে ফেলে ঢেউ।
অহেতুক ভাবা ছিল,চাপা ছিল ছাই
স্নানডুব সূর্যটা নিভু নিভু আঁচ
পার্বণের আলো ভেবে সন্ধিপুজোতে
মেতে উঠতেই পাই আমাকে উবাচ।