আজব জমানা ভাই, আজকাল তাইতো
পেঁয়াজের পেঁয়াজীতে তাণ্ডব নৃত্য
কৌতুকী বাঁকাপথে শিহরিত ফাটকা
আমরা ঘাটের মড়া ফড়েতেই আটকা
আলু-কাবলিতে দেখি লঙ্কার কাণ্ড
দেখে তাতাধিন্ নাচে পয়সার ভাণ্ড
হরিমটরের দিনে পার্টি টিকিট চিনে
মলিন কাপড়ে আঁটি জং-সেফটিপিনে
মাঝে মাঝে গলা ছেড়ে ডাকছি হুক্কাহুয়া
হুয়া ঔর কুছ নেহী, মুঠিতে মুড়ির মোয়া
মজুতদারেরা দেখি শেষ হলে মরশুম
চাল, আলু মাটি চাপা দিয়ে তোলে মাশরুম
আজব জমানা ভাই, আজকাল তাইতো
ধ্রুপদীতে ধ্রুবপদ বাজারকৃত্য।