সময় যাপন বাহুল্যহীন অবয়ব লুঠ করে
ঘড়ি ভাঙা ঘণ্টা কাঁটা দেয়াল কামড়ে ধরে
উড়ে গেছে খেলা এখানে সেখানে গা'ঘেঁষা ছায়া মুখ
কিনারে পুঁতেছি কাব্যকথার ঘরোয়াসুলভ সুখ
পারিপার্শ্বিক নিপীড়নে চেনা রূপটান জেনেবুঝে
হে আজন্মকাল রটনার স্রোতে নেমে যাই ফাঁক খুঁজে
বাতিশোভাগুলি দৃষ্টি বোঝাতে তিনতলা ছুঁয়ে খেলে
আলপনা সাজে সম্ভাবনায় রবিগানে কাশফুলে
জলের দখল ঢেউ জেনে বুঝে ছড়টানে দরবারি
আগাপাশতলা অসার পাঁজর ইচ্ছায় বারোয়ারি
ভ্রান্ত আগুনে তাপে উত্তাপে আড়বাঁশি বেজে ওঠে
আড়ালকথারা খোলস ছাড়ায় কঙ্কাবতীর মাঠে
প্রকাশিত হোক সব সাবধানী ফাঁদের তারিফে ত্রাস
দো-আঁশলা আবাদী জমির আহ্লাদী অভ্যাস
মুখের আদলে মুখরিত দেখি কাটাকুটি পরকীয়া
ডানা মেলে হাসে পলাশের মাসে বসন্তফোবিয়া।