এখন ও পলাশ মানেই
রক্তফোঁটা চোখের অশ্লীলতা
তবুও একাকী সাঁঝে, যেটুকু যা বাকী,
বিবর্ণ দেহাতে চেয়ে আছে
আর আমি পলাশের গাছে
ছবি আঁকি কাকরঙ রোদ চশমায় ।
বুকের ভিতর অ আ ক খ ... কত ঋতু যায়
একদিন খেলা সেরে সবার আড়ালে
পলাশ গাছের গায়ে ইঁট ঘষে ঘষে আপন খেয়ালে
লিখে রাখা দুটি কথা  'অতিথি' ও 'উত্তাপ'
অতিথি না এলে আসে তিথিদের মৃদু কলরব -
সেলফোনে পেতে রাখা কান ঝরে টুপটাপ ।
প্রাণপনে মালঞ্ব চিঠিতে লিখি সুখের কোলাজ
উত্তাপ শেষ হলে পড়ে থাকে আলো
অতিথি জানালো ... নাবলা কথার ভিড়ে
তোর কথা লিখলাম আজ ।
সেই পথটিতে রোজ প্রেম এঁকে রাখি
যে রয়েছে তোর কাছাকাছি
আর আমার একান্ত প্রলাপ
আকাশ টুকরো করা আশমানী বুকের
এক হুতাশ অভিশাপ।