এই দেখো ঋতুরঙ্গ লীলা,এই দেখো খুলে দিলাম মুঠি
তবুও ভ্রুকুটি? হুল্লোড়ে বহতা ভঙ্গিমা !
রটনা কি ? কোথায় ঘটেছে তাও জানো ?
অনন্ত সিগন্যালে পারোতো মুক্ত করে আনো ।
এইসব আমি জানি
দু'চোখের জল মোছো
একদিন তোমাকেই জানাবো হে রমণী
করুণ বন্ধনদশা, নকলনবিশ হাসাহাসি
ভাবতে অবাক লাগে , কখনো কি ইতিহাসে থাকে
আমরা যারা বোকাসোকা, তারা অভ্যাসে পাশাপাশি ?
তুমি আজো তো বোঝনা
হারানো আর নিরুদ্দেশ, আলাদা যাতনা
ও দুটোই অগোচরে টুকে রাখা দেনা।
যতবার কুচানো কাগজে লেখা, না লেখা সে গান
ফুরসতে শরীর বাগান রঙিন করে
রোমকূপ হাঁফ ছাড়ে জীবনের নবকলেবরে ।
যেকোন সন্ধ্যাবেলা লেখা হবে - এইসব জনিতৃ পথের কাহিনী,
আপাদমস্তক ঘাম ও বেদনা কাঁকড়ের বিপন্ন মসৃণতা ।
এই দেখো খুলে দিলাম মুঠি
এই দেখো, আরো এক প্রসবকাল শুরু হলো গোনা।