আজ আর অকারণ সাজাসনা কথা
বিষণ্ণ সন্ধ্যার মাপঝোক নেই
পানশালা, হুল্লোড়, উল্লাস, শূন্য করার আগে
তুমুল মেলানকলি বেহিসাবি গ্লাস।


আরো একবার তবে ভুল করে আয়
প্রতিটা হারাকিরি পাঠে শিখে নিই
একঢোঁক অন্ধস্বর  জুড়ে দেই টেনে
এক নিমিখের মতো মন উচাটন
বরফ ছু্ঁয়ে যেভাবে স্বেদবিন্দু চেনে।


যতোবার গুছিয়েছি মুলতুবি পথ
নিজেকে ফিরিয়ে এনে নিজের ভেতর
অতি সামাজিক আর কিছুটা ম্যাজিক
আঙুলের পায়চারি চেনা ক্যানভাস
দু'চোখ কচলে ফের সাম্বা নাচে
দশ বাই দশ ফুটে  দগ্ধ হুতাশ।


পারলে আটকে রাখ্, অপচয় আটকানো দায়
ঠোঁটেও ছিলিনা তুই, চিবুকেও নয়
যে চাঁদের জল নেই,ষোলো কলা ছলে ভরা
যা কিছু সত্যি সব সাজিয়ে বানানো
ঝোড়ো মনোটোনে আছে পীড়া- উপোষীরা।


হিসেব কষবি যদি, দেরাজটা খোল
সময়ের আগুপিছু তার অবকাশ
আধপোড়া দেশলাই, ছেঁড়া মালা,ন্যাতানো ঈশ্বর
আমাকে পারবি নিতে? প্রাণের মঁসিয়ে?
এ শরীর ছুঁয়ে থাকা এতোখানি মিথ্যের পর!