"না,না,একটুও নড়বে না, ওভাবে নয়, হাসি চাই"
---হ্যাঁ, ন্যুড মডেল আনার কাছে রোজের চাহিদা এটাই।
"আর পারছি নারে! কাল রাত থেকেই উপোষ "
---না বোলোনা আনা, তোমাদের ওই স্বভাব দোষ।
এভাবে চলে আর্ট কলেজের কথার আনাগোনা
আনা নইলে রঞ্জনা, না এর ক্ষতি ষোলোআনা।
যৌবনেই ওদের কদর--- বাকিটা আস্তাকুঁড়
মধু থাকলে মৌমাছি আর ফুরোলে মাছি -- বাঁধাসুর।
সমাজের এই আনার দল 'আসন্নমান, বাকি'
দু'চোখের বেসাতি সাগরের নুন, জীবন ভরা ফাঁকি।
আনা ভাঙিয়ে চারআনা, আটআনা,সৃষ্টি হলো শিল্প
আড়ালেই থাকে আনার জীবনে বেহিসাবি গল্প।
শেষকাল ওরা শুরু করে কানাগলির তলায়
স্হান দেয়না সভ্য সমাজ, বুকে কিম্বা গলায়।
প্রজাপতি  মোনালিসার দোলন ড্রয়িংরুমের সজ্জায়
শুঁয়োপোকা আনা গুটি গড়ে তোলে আড়ালতোলা লজ্জায়।