কোন অভিসারে চলেছো নারী
কপালে লেপে চন্দন সারি
চন্দন ফোঁটা কপাল সাজালো
নাকি এ অশ্রু রূপান্তর ?
কন্যে তুমি পণের টাকায়
চেয়েছ আকাঙ্ক্ষার ঘর
ঘণ মেঘ মাথা নাড়ে মাথার উপর ...
কন্যে দিলো দূরে পাড়ি
কন্যে দিলো ...বহুদূরে...পাড়ি
ছেড়ে পৃথিবীর চরাচর।
আহা! ঐ দেখো সোনাবউ পুড়ে যায়
বুকের ভেতর...প্রতি গলির ভেতর ...আহ্লাদের ভেতর
থির্ থির্ জলবায়ু দেশের ভেতর ...