এবার আমার মন হারানোর পালা
টুকরো আকাশ কে ঢেলেছে মাঠে!
তখন থেকে চিবুক ছুঁয়ে ভাবি
কোন ঠিকানা ছবির এ তল্লাটের?
আমার কোনো ঈশ্বর নেই জানো,
শিল্পী, ছবি, দুইতেই হই নিলাম
রোজনামচায় লিখি, সবাই জানে
মন হারালে করবো কাকে সেলাম!
ভঙ্গপ্রবণ, বেহায়াধরণ মন
নির্যাতিত চিবুক ও আঙুল
যদি ভাসি নোঙর খুলেই তরী
তুলির আঁকন রাখবে ধরে কুল?
কিন্তু তোমার ছবির গাছের সবুজ
আকাশ ডিঙায় চোখের অনায়াসে
সেই সবুজে কানামাছি খেলি
বিকেল বেলায় সন্ধ্যে নামার মাসে।