একলা আমি বাঁচতে চেয়ে আজকে দেখি জীবনটা লাশ
ঘাড় ঘুরিয়ে এড়িয়ে গেছি সামাজিক সব সন্ধি - সমাস
এখন কেন চোখ ছলছল? প্রস্রবণে বালিশ গলাই?
বুঝিনা হায়, কোন অছিলায় যত্নে কেনা মৃত্যু গোছাই!
এই যে আমি কেবল জানি ঝাঁ চকচক স্নো পাউডার
কোথায় পেলেম এমন এলেম মেম সেজেছি এই দুনিয়ার।
এখন আমার ভগ্নদশা শিরদাঁড়াটা যাচ্ছে বেঁকে
দিলাম এমন ভুল বিপনন মুখের ওপর মুখোশ ঢেকে
মজুর মুটে, চোর বখাটে, তারেও দিলাম প্রতিশ্রুতি
সবই ফাঁকি,জানো নাকি মোদ্দা কথা ভীমরতি!
সেদিন কত বুদ্ধি শানাই,সানাই শোনাই,বুদ্ধু গড়ি
দুপুররাতের রাতদুপুরে কালো ঘোড়ার সওদা করি
কিসের এত তঞ্চকতা, তার ব্যখ্যা সাজিয়ে মেকি
দেশসুদ্ধ মূর্খ মাঝে পেলাম আমায় বুদ্ধির ঢেঁকি।