সেদিন পাপোষে টুঁ না দিয়ে
ঢুঁ দিলে যেই আদুলে
মুর্ছার মতো ক'পলক চেয়ে
মন আমোদিনী বাউলে
একগলা জলে খতম দুপুরে
চুরমুর ভাঙা কোকিলা
নখের আঁচড়ে শরীরের কোণে
আঁকিবুঁকি সেজে রংঙ্গিলা
লাজুক আঁধারে পুরু বিছানায়
ভাগাভাগি হলো খোঁপা
জানলার ফ্রেমে আঁটা শার্সিরা
বাঁধিয়েছিল চোপা
একটি দুপুর নূপুরে বাজিয়ে
ফিরে গেলে ও পুরুষ
পঞ্জিকা থেকে রাহাজানি হলো
যাপনের জৌলুস
ভুল ঘরে জ্বলে থাকে ঝাড়বাতি
বুকে জোনাকির ছাই
রাতের বয়স তখন থেকে
ফুরিয়ে হাতেমতাই
রঙিন তরলে ত্রুমশঃ কঠিন
হয়েছি অবসরে
একটু সাজিয়ে বলা যেত যদি
সোনালী লাগাম ধরে
আধুনিকতার কুলীন পুরুষ
মুঠোয় ধরেছো দৌড়
শ্রাবণের দিকে ভেসে গেছি দেখে
তুমি শীত রোদ্দুর
অফুরান বীজ বুনে যাও আজো
নানান আকার আধারে
এ গলি, ও গলি প্রেম বদলিয়ে
নয়া নয়া রূপ বাহারে
ইকেবানা থেকে একক আঙুলে
পাল্টে নিয়েছো থিম
তুমি মানে আজ বাখারি ঝরোখা
লজ্জা আরক্তিম।