আমাদের মৃত্যুটা কান পেতে শুনি
আদিমের হিমমাখা হরিণ আলোয়
এদিকের আরশিতে আলোক আঁধারি
ঋষিগাছ ভালোবাসা প্রেম পরাজয়।


কোন্ দহণের গান মৃদু ডাকনাম?
সায়োনারা, সায়োনারা, গেরুয়া আকাশ।
কতবার ফিরে পাওয়া রূপসী রুমাল
সন্ধ্যার শ্লোকে আনে ধূসর বিনাশ?


ঐখানে আমি, সে, ডালে ঝুলে থাকি
চারটি শ্মশান চোখে চিহ্নের টান
অথচ আজের ভোর এখনও অবুঝ
আধোসুধা ছলনাতে বেলিদের স্নান।


নিহত হওয়ার সাথে জেনে গেছি মায়া
হংসবাসর রাতে সুরধুনি বুনি
ঘুম এসে বলে দিলো প্রেমযোগ্য তুমি
আমাদের মৃত্যুটা কান পেতে শুনি।